মালঞ্চি উচ্চ বিদ্যালয়
মাধ্যমিকস্বাধীনতা পরবর্তী সময়ে শিক্ষা বিকাশের জন্য পাবনা জেলার সদর থানার অন্তর্গত মালঞ্চি ইউনিয়নে মালঞ্চি গ্রামে মালঞ্চি উচ্চ বিদ্যালয় ১৯৮১ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়। এতে অবদান রাখেন এস এম সরওয়ার হোসেন মবেদ, মোছাঃ সালেহা খাতুন, আব্দুল গফুর সাবেক চেয়ারম্যান, হারাধন দাশ, রোস্তম কাজী, সিরাজুল ইসলাম বিদু, ইউসুফ দোকানদার, হাবিবুর রহমান ( মেম্বার ), জমির উদ্দীন মেম্বার, আব্দুল শেখ, আজাদ আলম আদু প্রমুখ। পরবর্তিতে জনাব মোঃ আব্দুল খালেক প্রধান শিক্ষক এর প্রচেষ্টায় ১৯৯৫ খ্রিঃ স্বীকৃতি প্রাপ্ত হওয়ার পর ২০০১ খ্রিঃ নিম্নমাধ্যমিক এমপিওভূক্ত হয় এবং ২০০২ খ্রিঃ মাধ্যমিক স্তর এমপিওভূক্ত হয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকার শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়টি যথেষ্ট ভূমিকা পালন করছে। প্রতি বছর গোল্ডেন জিপিএ ৫ সহ ফলাফল সন্তোষজনক। এ বিদ্যালয়টি অত্র এলাকার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।