প্রধান শিক্ষকের বাণী

Image

মোঃ শফিকুর রহমান

প্রধান শিক্ষক
শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনাক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগ্ণের দোর- গোড়ায় শিক্ষাসেবা পৌঁছে দেবার লক্ষে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য অনলাইনে প্রেরণের ব্যবস্থা নিঃসন্দেহে শিক্ষা ব্যবস্থায় নতুন ধারার সূচনা করবে। অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গের মধ্যে এস এম সরওয়ার হোসেন ( মবেদ ) , তাঁর স্ত্রী মোছাঃ সালেহা খাতুন এবং আব্দুল গফুর সাবেক চেয়ারম্যান শিক্ষার গুরুত্ব অনুধাবন করে শিক্ষার আলো থেকে বঞ্চিত অবহেলিত জনপদের মানুষদের শিক্ষা দানের উদ্দেশ্য ১৯৮১ খ্রিঃ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তখন থেকে প্রতিষ্ঠানটি এ এলাকার শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করে চলেছে। উন্নত ও আলোকিত জাতি গঠনে আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য বিদ্যালয়টি পালন করছে মহান ভূমিকা। বিদ্যালয়টি গ্রাম বাংলার নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০ জন। অদ্যাবধি বিদ্যালয়ের অভ্যন্তরীণ এবং পাবলিক পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। আগামীতে এই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষক মন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী। আমি বিদ্যালয়টির উওরোওর সাফল্য কামনা করি।
© Copyright 2025 - IIMS SCHOOL WEBSITE | All Rights Reserved.
malonchischool@gmail.com · +01309125561,01734060576