সভাপতির বাণী

Image

মোঃ শামসুল আলম

সভাপতি
আমাদের বিদ্যালয়টি একটি গৌরবময় বিদ্যালয়। এই বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রীরা আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে গৌরবজ্জ্বল স্বাক্ষর বহন করছে। এ এলাকার গরীব, দুঃখী এবং মেহনতী মানুষ গুলোর শিক্ষার অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করছি। অত্র বিদ্যালয়ের সাফল্যকে ধরে রাখতে আমরা অনেক নতুনত্বকে সংযোজন করেছি। এই সকল শিক্ষার্থীকে গড়ে তোলার জন্য আমরা নিয়োগ করেছি একদল তরুণ মেধাবী শিক্ষকদেরকে; যাদের আপ্রাণ প্রচেষ্টায় অত্র বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান দিন-দিন বেড়েই চলেছে। আমি অত্র বিদ্যালয়ের সভাপতি হিসেবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি আশা করি আপনাদের সহযোগিতায় আমি অত্র বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি।
© Copyright 2025 - IIMS SCHOOL WEBSITE | All Rights Reserved.
malonchischool@gmail.com · +01309125561,01734060576